আজ ১৮ই মার্চ ২০২১ রোজ বৃহস্পতিবার মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপকেন্দ্রে করোনার টিকা দেওয়ার কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। নহাটা ইউনিয়ন এর প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র উপস্বাস্থ্য কেন্দ্রে সকাল ১০.০০ ঘটিকা থেকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়ে দুপুর ২.৪৫ পর্যন্ত চলমান থাকে।সরেজমিনে গিয়ে দেখা যায়,টিকা নেওয়ার জন্য দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। মনে হয়েছে যেন উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে।সকলের মধ্যে আলাদা উদ্দীপনার সৃষ্টি হয়েছে। অনেকের নিকট জানতে চাইলে বলেন, আমাদের হাতের কাছে করোনার টিকা আসার জন্য সুবিধা হয়েছে। এতে কারও কোন সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে,কেউ কেউ বলেন একটু হালকা মাথা ঘুরে আবার ঠিক হয়ে গেছে, কেউ বলে পিঁপড়ের মতো একটা কামড় দেছে তাই ছাড়া আর কিছু ঠিক পায়নি।আরও জানা যায় ২ জন এমবিবিএস ডাক্তার সার্বক্ষনিক দেখাশোনা করেছেন ডাঃ মিথুন এবং ডাঃ জান্নাতুল ফেরদৌস।এছাড়াও ২ জন প্রশিক্ষণ প্রাপ্ত নার্স, ৭ জন স্বাস্থ্য সহকারী, ৭ জন পরিবার পরিকল্পনা বিভাগের এবং ৩ জন সিএইচসিপি সহ মোট ২৫ জনের একটি টিম কাজ করেছে। উপস্থিত সকলে আরও বেশি মনোবল ফিরে পায় যখন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ মোস্তফা কামাল সিদ্দিকী লিটন উপস্থিত হয়ে কোভিড-১৯ করোনার ভ্যাকসিন গ্রহণ করাতে। তিনি সকাল ১১.২০ মিনিটে নহাটা উপস্বাস্থ্য কেন্দ্র থেকে টিকা গ্রহণ করেন।টিকা নেওয়ার পর তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা সরকারের যুগান্তকারী পদক্ষেপ ও দূরদর্শিতার কারনে পৃথিবীর অনেক দেশের আগেই বাংলাদেশ করোনার টিকা পেয়েছে যা বর্তমান সরকার বিনামূল্যে সরবরাহ করছে। এ মহৎ কাজের জন্য সকলের নিকট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও আশির্বাদ কামনা করেন এবং সেই সাথে সকলকে টিকা নেওয়ার আহবান জানান।কেন্দ্র সূত্রে জানা যায় আজ নহাটায় সর্বমোট ৪৬০ জনকে টিকা প্রদান করা হয়। শেষ খবর পর্যন্ত কারও কোন গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।