গতকাল রবিবারমা গুরা জেলার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথুড়ী গ্রামে এক স্কুল শিক্ষকের গাছ কেটে সাবাড় করেছে প্রতিপক্ষের লোকজন।

জানা যায়, বেথুড়ী গ্রামের মৃত হোসেন কাজীর ছেলে স্কুল শিক্ষক মোঃলিয়াকত আলীর বাড়ীর পাশের জমি থেকে এ গাছ কাঁটা হয়েছে।শিক্ষক লিয়াকত আলী জানান,রবিবার সকালে আমাদের গ্রামের আহাদ মোল্যা পিতা মৃত্যু তিলাপ হোসেন, পিকুল মোল্যা,মুকুল মোল্যা,দিপু মোল্যা উভয় পিতা আহাদ মোল্যা,রকিবুল পিতা শাহীন মোল্যা, রনি পিতা কামরুল মোল্যা, কামরুল পিতা আলা মোল্যা, আকুব্বার পিতা জাফর মোল্যা, আলিম পিতা জামাল,রকিব পিতা মোফাজ্জেল সহ ১৫ থেকে ১৬ জন লোক এসে আমার জমির গাছ কাঁটা শুরু করে,আমি বাঁধা দিতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে হত্যার হুমকি দেয়,এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে,আমি তাদের কঠোর শাস্তি চাই, যাতে তারা পরিবেশের বন্ধু গাছের এমন ক্ষতি আর করতে না পারে।

এ বিষয়ে স্কুল শিক্ষক লিয়াকত বাদী হয়ে রবিবার মহম্মদপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মোট ১৬ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছেন।এ ঘটনার বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জনাব তারক বিশ্বাস বলেন,গাছ কাঁটার বিষয়ে আমাদের কাছে একটি অভিযোগ এসেছে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।