মাগুরা জেলার মহম্মদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল বিকেলে মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া বাজারে যাওয়ার পথে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।এতে খাদে পড়ে চালক মারা যান। আর কারও তেমন ক্ষতি হয়নি বলে জানা গেছে। নিহত ব্যক্তি উপজেলার দীঘা ইউনিয়নের ফলশিয়া গ্রামের দরিদ্র ইজিবাইক চালক আব্দুল কাদের (৩৫)। তাঁর এক স্ত্রী বেলোকা বেগম এবং দুইটি মেয়ে রয়েছে। বড় মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে বলে জানা যায়।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে দরিদ্র পরিবারটি অসহায় হয়ে পড়েছে।তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।