মাগুরার মহম্মদপুরে ‘চাঁদের হাসি’কাব্যগ্রন্থের জমকালো মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহম্মদ কর্তৃক এই অনুষ্ঠান আয়োজিত হয়।
সমসাময়িক কবি মোঃ শহিদুজ্জামানের প্রথম কাব্যগ্রন্থ ‘চাঁদের হাসি’র এদিন আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে। কবি শহিদুজ্জামানের নিকট থেকে জানা যায়, তাঁর এই ‘চাঁদের হাসি’ কাব্যগ্রন্থটিতে ৭২টি কবিতা আছে। এটি প্রকাশ করেছে অনুভব প্রকাশনী। চলতি বছর ঢাকায় অনুষ্ঠিত একুশে বইমেলায় ৪৭১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে বলেও লেখক মোঃ শহিদুজ্জামান জানান। কবি সম্পর্কে বক্তারা বলেন, তিনি একজন সফল শিক্ষক। বর্তমানে পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। অত্যন্ত রুচিসম্মত লেখার বিষয়ে তিনি সব সময় চেষ্টা করেন।তাঁর লেখার ধরন অনন্য মাত্রার। অনুষ্ঠানে বীর মুাক্তযোদ্ধা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলশবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী মনি। ল অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন এমফিল গবেষক, বিশিষ্ট নাট্যকার, ঔপন্যাসিক ও কবি সালাহউদদীন আহমেদ মিলটন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কবি শেখ রেজাউল হক রিজু, মো. শওকত মিয়া, সাংবাদিক ও কবি মুরাদ হোসেন, কবি মতিউর রহমান,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক / সহকারী শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ।
কলমকথা/হুমায়ূন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।