মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরে “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১.০০ ঘটিকায় মহম্মদপুর উপজেলা পরিষদের হলরুমে মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাগুরা জেলা তথ্য অফিসার জনাব মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ বেবি নাজনীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বরকত আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ, আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব জি এম শওকত বিপ্লব রেজা বিকো, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা এমিলিয়া জামান সেতু সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ।

সমাবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের বিষয় নিয়ে আলোচনা করা হয়। ১. আমার বাড়ি, আমার ঘর ২. আশ্রয়ণ প্রকল্প ৩. ডিজিটাল বাংলাদেশ ৪. শিক্ষা সহায়ক কার্যক্রম ৫. নারীর ক্ষমতায়ন ৬.ঘরে ঘরে বিদ্যুৎ ৭. সামাজিক নিরাপত্তা কার্যক্রম ৮. কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ ৯. বিনিয়োগ বিকাশ ১০. পরিবেশ সুরক্ষা। এসময় সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কার্যক্রমের বিষয়েও আলোচনা করা হয়।