মোঃ ইমরান হোসেন ,মাগুরাঃ
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ৬৯ তম বার্ষিকিতে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহম্মদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মহম্মদপুরের সর্বস্তরের মানুষ পালন করেছে। আজ ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে,মহম্মদপুর উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।এসময় মহম্মদপুর কেন্দ্রীয় শহীদ মিনার লোকে লোকারণ্য হয়ে যায় ।অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৯৫২ সালের বাংলা ভাষার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের উপচে পড়া ভিড় সকলের মধ্যে কৌতুহলের সৃষ্টি করেছে।পর্যায়ক্রমে প্রথমে মহম্মদপুর উপজেলা প্রশাসন, মাগুরা –২ আসনের মাননীয় সাংসদের পক্ষ থেকে, মাগুরা -১ আসনের মাননীয় সাংসদের পক্ষ থেকে,মহম্মদপুর থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা,
মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,প্রেসক্লাব মহম্মদপুর,শিল্পকলা একাডেমি মহম্মদপুর, ছাত্রলীগ,যুবলীগ, কৃষকলীগ,শ্রমিক লীগ সহ বিভিন্ন সহযোগী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথম পর্ব শেষে সকাল ৭টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।এছাড়া সকাল থেকে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দল এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।