মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা শহরের মধ্যে পৌরসভার কলেজ পাড়া এলাকা থেকে জনতার হাতে এক ছিনতাইকারী আটক, অতঃপর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ছিনতাই কারী নয়ন (২৮) মাগুরার কাউন্সিল পাড়ার লাল মিয়ার ছেলে।
গতকাল (১৮ এপ্রিল) রবিবার দুপুরে কলেজ পাড়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ বিষয়ে মাগুরা সরকারী কলেজের এক শিক্ষার্থী বলেন,প্রতিদিনের মত প্রাইভেট পড়া শেষ করে কলেজ রোড হয়ে বাসায় ফিরে যাচ্ছিলাম। কলেজ পাড়ার একটি বাসার সামনে আসলে আমার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে দিয়ে দৌড় দেয়। এ সময় আমি ছিনতাইকারীকে দৌড়ে ধরতে গেলে পথচারীরা আমার চিৎকারে এগিয়ে আসে এবং ছিনতাইকারীকে ধরে ফেলে।পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নয়নকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনা মাগুরা সদর থানা সূত্রেও নিশ্চয়তা পাওয়া যায়। থানা সূত্রে জানা যায়, করোনা মহামারী ও লকডাউনে সারা শহর জুড়ে পুলিশের টহল চলমান রয়েছে এবং এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি ছিনতাই মামলা হয়েছে বলেও জানা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।