মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ২নং বিনোদপুর ইউনিয়ন পরিষদের কুখ্যাত রাজাকার চাঁদ আলী শিকদারের পুত্র শিকদার মিজানুর রহমানকে নৌকা প্রতীক ও মনোনয়ন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩-অক্টোবর) দুপুরে ২নং বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে মাগুরা প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ২নং বিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃসিরাজুল ইসলাম, মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদ কমিটির আহ্বায়ক বাকি বিল্লাহ ও এডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম প্রমুখ। বক্তব্যে মোঃসিরাজুল ইসলাম বলেন, একজন গেজেটধারী রাজাকার (গেজেট নং মহম্মদপুর- ৯৩) চাঁদ আলী শিকদার তাহার পুত্র শিকদার মিজানুর রহমান কিসের বিনিময়ে মনোনয়ন পেলো তা আমাদের বোধগম্য নয় আমরা তা জানতে চায়। এছাড়াও সরকারের উন্নয়নের টাকা লোপাটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযুক্ত রাজাকার পুত্র ২নং বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমানকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ায় উক্ত মনোনয়ন বাতিল করে দলের সৎ, যোগ্য ও ত্যাগী নেতাদের হাতে নৌকা প্রতীক তুলে দেওয়ার জন্য দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান তিনি। এ বিষয়ে ২নং বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমানের কাছে জানতে চাওয়া হইলে তিনি বলেন, হিংসায় ব্যাক্তি উদ্দেশ্য হাসিলের জন্য আমার বিরুদ্ধে এই অপ-প্রচার করা হচ্ছে। আমার পিতা মরহুম চাঁদ আলী শিকদার কখনোই রাজাকার ছিলেন না। আমার পিতা ১৯৮৩ সাল থেকে ১৯৯৭ সাল (মৃত্যুর পূর্ব) পর্যন্ত মাগুরা জেলা কৃষক লীগের সভাপতি ছিলেন এবং ২নং বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আমার পিতার মৃত্যুর পর তৎকালীন সংসদের চীফ হুইফ অধ্যাপক রফিকুল ইসলাম আমাদের পরিবারের নিকট এক শোক বার্তা প্রেরণ করেন। তিনি আরও বলেন ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দেন এবং আমি চেয়ারম্যান নির্বাচিত হই। আমার এবং আমার মরহুম পিতার সফলতা ও জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান সাহেব ব্যাক্তিস্বার্থ হাসিলের জন্য আমার পিতা সম্পর্কে এহেন জঘন্য মিথ্যাচার করছেন। আমি মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতর এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এহেন বক্তব্যের সুবিচার প্রত্যাশা করছি।