গাজীপুর সদরের ভাওয়াল এলাকা ও কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত হয়েছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর)সকালে রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ। নিহতরা হলেন—হলেন গাজীপুর সদর উপজেলার ফাওকাল এলাকার মজিবুর রহমানের ছেলে শাহিদুল ইসলাম (৩৫)। তবে অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক (৫০)। এলাকাবাসীর বরাত দিয়ে এসআই মো. শহীদুল্লাহ জানান, শাহিদুল ইসলাম গাজীপুরের বাংলাদেশ মেশিন টুলস কারখানার সেন্টারিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। রোববার রাতে কাজ শেষ করে বাসায় ফেরার উদ্দেশে বের হন তিনি। এরপর রাত ২টার দিকে গাজীপুরের ভাওয়াল গড় স্টেশনের পাশে ঢাকাগামী মহুয়া ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
অপরদিকে, রাত ৩টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। তবে ওই নিহতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।