আলমগীর হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ১৭৭ টি অসহায় ও দুস্থ পরিবারের জীবনমান উন্নয়নে এককালীন সাড়ে তিন হাজার টাকা করে মোট ৬ লক্ষ ১৯ হাজার ৫০০ টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্লাহ ‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতা আসার পর থেকে জনগণের জীবন মান উন্নয়ন কাজ করে যাচ্ছে শিক্ষা, চিকিৎসা বাসস্থান সহ জীবন মানে উন্নয়ন হচ্ছে। তাই সরকারের হাতকে শক্ত করার জন্য আসন্ন ইউপি নির্বাচনে সরকার নির্বাচিত প্রতিনিধিকে ভোট দিয়ে সরকারের হাতকে আরো শক্তিশালী করে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ হেদায়েত উল্লাহ বলেন, জন কল্যানে সমাজিক সুরক্ষা থেকে শুরু করে সকল অথর্নৈতিক ক্ষেত্রে অগ্রনি ভূমিকা পালন করছে বর্তমান সরকার। উন্নত রাষ্ট্রে দেখা যায় রাষ্ট্রের নাগরিকের চিকিৎসা থেকে শুরু করে সকল দায়িত্ব পালন করে সে দেশের সরকার এর কারণ হলো তারা উচ্চ মাত্রায় কর বা টেক্স আদায় করে সে তুলনায় আমরা সরকারকে খুবই নগন্য টেক্স দেই।
আমরা যদি সরকার কে সহযোগীতা করি তাহলে উন্নত রাষ্ট্রের মতো আমরা ও ফ্রি চিকিৎসা সেবা পাবো সরকার ইতিমধ্যেই সমাজ সেবা কার্যালয় অফিসের মাধ্যমে অসহায়, ও গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়ার ব্যবস্থা করেছে।