মোঃ আলমগীর হোসেন,মাটিরাঙ্গাঃ শান্তি শৃংখলা উন্নয়ন নিরাপত্তায় আমরা সর্বত্রই” এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী‘র উপজেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।’
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা প্রশিক্ষক রুবেল দে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান পরিচালক ৩৭ আনসার ব্যাটালিয়ন, কুমিল্লাটিলা ও জেলা কমান্ড্যান্ট( অঃদাঃ) আনসার ও ভিডিপি খাগড়াছড়ি পার্বত্য জেলা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ খোরশেদ আলম সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল), মোঃ আনোয়ার হোসেন সহকারী জেলা কমান্ডেন্ট, মোঃ আব্দুর রহিম ম্যানেজার আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক খাগড়াছড়ি, রহিমা আক্তার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা। সভায় ভাল কাজের জন্য আনসার ও ভিডিপি সদস্যদেরকে পুরুস্কৃত করা হয়। মতবিনিময় সভায় উপজেলার ২০০ নারী ও পুরুষ আনসার-ভিডিপি সদস্য/সদস্যা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।