মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সালের নবনির্বাচিত , সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১শে ডিসেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৬ ইউনিয়নের ১৮জন সংরক্ষিত আসনের নারী সদস্য এবং ৫৪ জন সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ পাঠ করান। এসময় তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পেয়ার আহাম্মদ মজুমদার, গোমতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তফাজ্জল হোসেন,
আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গনি, বর্নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন। এর আগে গত ১২ ডিসেম্বর ছয় ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ পাঠ করান খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।