মোঃ আলমগীর হোসেন, মাটিরাঙ্গা প্রতিনিধি:  খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা ও মতবিনিময় সভায় পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ হারুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ তাজুল ইসলাম প্রমুখ। এসময় বক্তরা তাদের বক্তব্যে বলেন, মাটিরাঙ্গা উপজেলায় অভিযুক্ত ভূয়া কাগজপত্র ধারী মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই পূর্বক অপরাধীদের সনাক্তকরণের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন,এবং ভূয়া কাগজপত্রধারী মুক্তিযোদ্ধা সন্তানদের চাকুরী বাতিলসহ সকল সুযোগ সুবিধা প্রাপ্তি থেকে বাতিলের জন্য সরকারের প্রতি আহবান জানান।