মাত্র এক ভোটের ব্যবধানে বিজয়ী হলেন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মোহাম্মদ আনোয়ার হোসেন মানিক।
৫ম ধাপে নির্বাচনের শেষদিন ভোট গণনা বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।
কালিদহ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আনোয়ার হোসেন মানিক মোরগ প্রতীকে ৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অজিত বরন দাশ (ফুটবল) পেয়েছেন ৭৬৮ ভোট। এ কেন্দ্র মোট ভোটার ২১৫৫ জন। পুরুষ ১০৮১ ও নারী ১০৭৪। ভোট দিয়েছেন ১৫৮৮ ভোটার, এর মধ্যে ৫১টি ভোট নষ্ট হয়েছে।
প্রিজাইডিং অফিসার মো. আজিম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি সন্দেহ হলে আমরা বেশ কয়েকবার গণনা করে ফলাফল নিশ্চিত করি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।