মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো মোহাম্মাদ খান (১৮ মাস) ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই গ্রামের শাহাদাত খানের ছেলে এবং আবির হাসান (২) কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ রাজদী গ্রামের আহসান হাওলাদারের ছেলে।
শনিবার সকালে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সজীব ভক্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মেলকাই গ্রামের শিশু মোহাম্মাদ খান শুক্রবার বিকালে খেলতে গিয়ে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। কিন্তু অনেক সময় পর ঘরে শিশুটিকে না পেয়ে স্বজনরা হঠাৎ বাড়ির সামনে পুকুরে তাকে ভাসতে দেখেন।
পরে শিশুটিকে উদ্ধার করে কালকিনি উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অন্যদিকে দক্ষিণ রাজদী গ্রামের বাড়ির সামনে শিশু আবির হাসান বেলা ৩টার দিকে খেলা করছিল। এরপর বহুক্ষণ স্বজনরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সজীব ভক্ত বলেন, কালকিনি ও ডাসার উপজেলার আলাদা দুটি স্থান থেকে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আসা হয়। তবে ওই দুই শিশু হাসপাতালে আনার আগেই মারা যায়
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।