হাফিজুর রহমান,তালতলী প্রতিনিধি: বরগুনা তরুণের জয়গান নিয়ে এগিয়ে চলার আর এক নাম হামিদা এ্যানী। আমি তাকে ভার্চুয়ালি চিনি। তবে কোনদিন কথা হয়নি। জেনেছি এই তারুণ্য উদ্দীপ্ত হামিদা এ্যানী একজন সমাজ কর্মী। কিশোর কলি উন্নয়ন পরিষদের সভাপতি এই তরুনী।
আমরা অনেকেই বদনাম নিয়ে শুধু প্রচারণা করি কিন্তু তরুন প্রজন্মের মহতী কাজগুলো খুব সামনে আনতে অভ্যস্ত নই। এই অচেনা তরুণীর উদোগে কিশোর কলির একঝাক তরুন প্রজন্মের একটা উদ্যোগ আমাকে বিস্ময় জাগায়।
করোনা মহা সংকটে তালতলি উপজেলার সংকটাপন্ন মানুষের জন্য হাত বাড়িয়েছেন এই তরুন প্রজন্মের হামিদা এ্যানী।করোনা দুর্গত মানুষের পাশে দাড়িয়েছেন হামিদা এ্যানীর প্রচেষ্টায় কিশোর কলির মহতী মুখগুলো এলাকার পাঁচ শতাধিক নিরন্ন দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা দিয়ে। বাড়ি বাড়ি গিয়ে অসহায় দরিদ্র দুর্গত পরিবারে পাশে শাড়ী,লুঙ্গী, খাবার নিয়ে দাড়ানো এই তারুন প্রজন্মের কাছে আমি নতজানু। আমি মহতী তারুণ্যকে স্যালুট জানাই। কেননা দেশের এই সংকট কালে বিপন্ন মানুষের পাশে যে মহতী মানুষগুলো দাড়ায় তারা অসহায় মানুষের ভরসা। আমি এইসব মহতী উদ্যোক্তা তারুণ্যের মানচিত্র আরও লিখে যেতে চাই। মহতী উদ্দোগগুলো বেঁচে থাকলে আল্লাহর রহমতে করোনা যুদ্ধটা আমরা ঠিক জিতে যাবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।