নিজস্ব প্রতিনিধি: যশোর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার সোয়া তিন টায় হেলিকাপ্টার যোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এর আগে যশোর শামস উল হুদা স্টেডিয়ামে বিপুকে নিয়ে যাওয়া হেলিকাপ্টার অবস্থান নেয়। এ সময় জেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হাজির হন সেখানে।
নির্যাতনের শিকার সাবেক যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু বলেন আমাকে চোরের মতো মেরেছে, আমার কোন অপরাধ নেই: উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।