জিএম টিপু সুলতান মনিরামপুর যশোর:ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।১৭ এপ্রিল রবিবার বিকেলে মনিরামপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পাঁচ মনিরামপুর আসনের এমপি এলজি আরডি প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্য্য, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান।

তরুণ আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বশির আহমেদ খান, মনিরামপুর পৌর যুবলীগের সভাপতি উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের সভাপতি এস এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি কাউন্সিলর কামরুজ্জামান কামরুল যুবলীগ নেতা আসাদুজ্জামান অনুষ্ঠান পরিচালনা করেন আশরাফুজ্জামান রিপন,সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।