বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়ার রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, খালেদা জিয়ার সুস্থতা এবং মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মো : আফজাল হোসেন ও সঞ্চালনা করেন মো: মশিউর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ বাংলাদেশ জাতীয়বাদী দলে (বি এন পি) এর মো:সাজ্জাদুর রহমান পল্টন (সাবেক ভিপি :সাদুল্লাপুর ডিগ্রি কলেজ),যুবদলনেতা :রেজওয়ান হোসেন সুজন, শহিদুল ইসলাম সোনা , মানিক খন্দকার, আতাউর রহমান,মুসা, মাসুদ। স্বেচ্ছাসেবক দলনেতা: সফিকুল ইসলাম,সাইফুল ইসলাম,জাফর আলি, তাজুল ইসলাম,জাহাঙ্গীর আলম,রুবেল,কিবলিয়া,সুজন মিয়া এছাড়াও উপস্থিত ছাত্রদলনেতা :শাজাহান সিরাজ,সুমেল,লিওন সহ প্রমুখ ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।

উপস্থিত নেতৃবৃন্দ দেশবাসির কাছে মেজর জিয়াউর রহমানের ও সারা দেশে দুরারোগ্য রোগীর জন্য দোয়া চেয়েছেন।