জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে জমিতে কাজ করতে গিয়ে খলিলুর রহমানের ছেলে মোখলেছুর রাহমান (৪০) এর বিদ্যুৎস্পষ্টে মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৫ আগষ্ট (বুধবার) বিকেলে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে। ওই কৃষক জমি চাষ দিতে গিয়ে পড়ে থাকা বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাঠে পাওয়ার টিলা (ট্রাক্টর) দিয়ে ক্ষেত চাষ করতে গিয়েছিল মুখলেছুর বিদ্যুতের একটি সংযোগ জমির ওপর দিয়ে গেছে সেই সংযোগের তারের সাথে পাওয়ার টিলারের (ট্রাক্টর) ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। সেটি হাত দিয়ে ধরে উঁচু করে সরিয়ে অন্য স্থানে রাখার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার আগেই ঘটনাস্থলে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।