মোরেলগজ্ঞ প্রতিনিধি: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বাগেরহাটের মোরেলগজ্ঞ উপজেলার খাউলিয়া ইউনিয়ন  নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগ নেতা আঃ হাই খানকে দল থেকে সাময়িক  বহিষ্কার করা হয়েছে। দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করার জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
বুধবার (২০ অক্টোবর ) মোরেলগজ্ঞ উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম এমদাদুল হক এই বহিষ্কারের আদেশে স্বাক্ষর করেন। এতে বলা হয়, গত বৃহস্পতিবার  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা কমিটির সাথে আলোচনা করে সিদ্ধান্ত মোতাবেক  আওয়ামী লীগের সদস্য  আঃ হাই খানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক  বহিষ্কার করা হলো।
তিনি সাবেক থানা কমিটির সদস্য । আগামী ২ রা নভেম্বর মোরেলগজ্ঞ উপজেলা খাউলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আওয়ামী লীগের  মনোনয়ন পেয়েছিলের মাষ্টার আবুল খায়ের  নির্বাচন এর আগে মৃত্যু বরন করায় পরবর্তীতে আওয়ামীলীগের মনোনয়ন  নৌকা নিয়ে লড়ছেন থানা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মাষ্টার সায়েদুর রহমান। এইনিয়ে মোট ১৮ জনকে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে আঃ হাই খান জানান, ‘বহিষ্কারের বিষয়ে আমি জানি না। আমি কোনও কাগজ হাতে পাইনি।