মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার রওশন আরা মহিলা ডিগ্রী কলেজের নতুন আইসিটি ভবনের উদ্বোধন।
 ২৭ শে অক্টোবর বুধবার দুপুরে রওশনারা মহিলা ডিগ্রী কলেজের আইসিটি ভবনের উদ্বোধন করেন বাহেরহাট ৪ আসনের সংসদ সদস্য এ্যাড:
আমিরুল আলম মিলন। উদ্বোধন শেষে অডিটোরিয়াম ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রওশনারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,
আওয়ামীলীগ নেতা ইখতিযার হোসেন দিলাল, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ,আইসিটি প্রভাষক মোঃ আল-আমিন প্রমুখ।