ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ১২ দোকান পড়ে ছাই হয়েছে।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলা সদরের নতুন বাজার মহিলা পৌর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা পৌনে ২ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, মার্কেটের দোকানগুলো বন্ধ ছিল। রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই মার্কেটে আগুন লাগে। এতে কাপড়ের গুদাম, জুতা, কসমেটিকসের দোকানসহ ১২ দোকান পুড়ে যায়।
খবর পেয়ে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা পৌনে ২ ঘণ্টার চেষ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।