ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ শতাংশ৷ এই সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে কেউ মারা না গেলেও সুস্থ হয়েছেন ১২ জন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসব তথ্য জানানো হয়েছে। মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে চিকিৎসাধীন নয়জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯১ জন রোগী চিকিৎসাধীন আছেন।

তাদের মধ্যে ৪১ জন করোনা পজেটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২০ জন। এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেষ্টে ৪৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে ৯৯ জনের।

 

কলমকথা/সাথী