বিশ্ব ভালোবাসা দিবসে ময়মনসিংহের গৌরীপুরে পরিচ্ছন্নতা কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আমান উল্লাহ আমান।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের গো-হাটা হরিজন পল্লীতে গিয়ে পরিচ্ছন্নতা কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের সার্বিক খোঁজখবর নেন ডাঃ আমান। পরে এই চিকিৎসককের পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রত্যেক পরিবারে শীতবস্ত্র উপহার দেয়া হয়। এসময় ডাঃ আমানের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সকালের খাবার বিতরণ করা হয়। পরে পরিচ্ছন্নতা কর্মীদের সাথে খাবারে অংশ নেন এই চিকিৎসক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।