কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উদ্যোগে কেশবপুরে ১০১ জন অসহায় ব্যক্তিকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। রোববার বিকেলে উপজেলার ভোগতীনরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের ৮ উপজেলাসহ কেশবপুরেও ওই খাদ্যসামগ্রী দেওয়া হয়। খাদ্য সামগ্রী হিসেবে দেওয়া হয়েছে চাল, ডাল, তেল, আলু ও লবণ।

প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ড. আব্দুর রউফ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যবিপ্রবির সহকারী অধ্যাপক সামিউল আলম, সেকশন অফিসার সাইফুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, যবিপ্রবির ছাত্র প্রতিনিধি সোহেল রানা।