মো মিজানুর রহমান, খুলনা প্রতিনিধি: RAB 6 তার প্রতিষ্ঠা কাল থেকেই অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি ছিনতাইকারী ,অপহরণকারী, প্রতারক চক্র, মানবপাচারকারীদের গ্রেফতার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত স্থাপন করে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় ২১ শে ডিসেম্বর ২০২১ তারিখ রাত আনুমানিক,৯ টায় ৩০ ঘটিকার সময় Rab 6 ঝিনাইদহ ক্যাম্প এর একটি চৌকস আভিধানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানা ধীন দিঘির পাড় গ্রাম সংলগ্ন মেসার্স  শাহজালাল ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করেছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে RAB এর এর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টা কালে আসামি( ১) |মোঃ আব্দুল্লাহ, (২৮,)
পিতা মোঃ আব্দুল কাদের গ্রাম পুটখালী পশ্চিমপাড়া। ২|মোহাম্মদ আজিজুর রহমান (২৯) পিতাঃ মোঃ আব্দুল মমিন, গ্রাম, পুটখালী উভয়  থানা বেনাপোল পোর্ট জেলা যশোর দয় কে গ্রেফতার করে। এসময় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে ৪ টি বিদেশি পিস্তল (MADE IN USA) ৮ টি ম্যাগাজিন ৩৪ রাউন্ড গুলিও তিনটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামি দয়কে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার হস্তান্তর করত: তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। আজ বুধবার সাংবাদিকদের প্রেসব্রিফিংয়ে এসব কথা জানান পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ।