মোহ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ 

বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুরের মেলান্দহে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে ঝাউগড়া ইউনিয়নের পশ্চিম ঝাউগড়া ৪নং ওয়ার্ড পলাশি বাজারে মাদ্রাসার মাঠে সম্মেলন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেন ৪ ওয়ার্ড আওয়ামী লীগ।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম কাজলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন -বাংলাদেশ আওয়ামী লীগের জামালপুরব জেলা যুগ্ন সাধারণ সম্পাদক শফিক সালেহ গেন্দা।

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন – জামালপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও ঝাউগড়া ইউপি চেয়ারম্যান, আন্জুমনোয়ারা হেনা চৌধুরী। মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক -মোঃ জিন্নাহ , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোনিরুজ্জান জুয়েল।

এছাড়াও বক্তব্য রাখেন – ঝাউগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি -হাসানুজ্জামান মন্টু, সহ সভাপতি,খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম হিরা, যুগ্ন সাধারণ সম্পাদক সানাউল ইসলাম মালেক। ঝাউগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম আফসারী। ইউনিয়নের ও বিভিন্ন ওয়ার্ডের যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতীবৃন্দ উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে হাজারো মানুষের ডল ছিলেন।

৪ নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে রফিকুল ইসলাম কাজল সভাপতি ও বুলবুল আহম্মেদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করেন।