শফিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধিঃ

২০২১ সালের কোরবানি ঈদের আমেজ শুরু হয়েছেগ্রামে গ্রামে। চলছে গরু দেখার উৎসব।কার বাড়ীতে কত বড় গরু।কয়েটি বাড়ীতে ঘুরতেই দেখা মিলল রাজশাহীর রাজার। দুর্গাপুর থানার ৩ কিলোমিটার পশ্চিম দিকে গেলে শ্রীপুর গ্রাম। ঐ গ্রামের মোঃআমজাদ হোসেনের ছোট পুত্র মোঃআশরাফুল কবির সজিবের বাড়ীতে প্রাকৃতিক খাবারের মাধ্যমে পালিত হচ্ছে রাজশাহী রাজা।

 

 

গত বছর সে বাজার থেকে কিনে এনেছিল রাজাকে। খুব অল্প দিনের মধ্যে গ্রথ দেখে বুঝতে পেরেছিল রাজা অনেক বড় হবে। তখন থেকে অতিরিক্ত যত্ন শুরু করে সজিব। বছর পেরুতেই ধারনা করা হচ্ছে তার ওজন হবে ১৫০০ কেজি। আনুমানিক দাম ধরা হয়েছে ৩৫ লক্ষ টাকা। সজিব আশাবাদী এটিই হবে রাজশাহী জেলার সবচেয়ে বড় গরু। রাজশাহী রাজাকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন সাধারন মানুষ।