মাসুদ রানা লেমন, রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উদযাপন উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিনের সভাপতিত্বে বিচারকমণ্ডলী ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঘনশ্যাম ও সীমান্ত রায়, প্রভাষক প্রশান্ত বসাক, প্রভাষক শফিকুল ইসলাম শিল্পী, প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্মন, মেরিনা খাতুন আয়েশা খাতুন লাভলী, চিত্রাংকন প্রতিযোগিতায় গ্রুপ ক (প্রথম হতে তৃতীয় শ্রেণি) প্রথম হয়েছেন স্নেহা রায় তৃতীয় শ্রেণীর নবধারা বিদ্যানিকেতন, দ্বিতীয় মালিহা মুশফিকা তৃতীয় শ্রেণি রানীশনকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় বৃত্তরায় তৃতীয় শ্রেণি দি সানরাইজ কিন্ডার গার্ডেন, গ্রুপ খ (চতুর্থ হতে ষষ্ঠ শ্রেণি) প্রথম হয়েছেন ইব্রাহিম সচিব চতুর্থ শ্রেণি, দ্বিতীয় মহিব আলমুহি চতুর্থ শ্রেণি, তৃতীয় আইসা মালিহা রোজা ষষ্ঠ শ্রেণির ৩ জনেই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গ্রুপ গ,(সপ্তম থেকে দশম শ্রেণী) প্রথম হয়েছেন প্রত্যাশা সপ্তম শ্রেণী রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগী নাই এবং রচনা লিখন প্রতিযোগিতা গ্রুপ ক প্রথম হয়েছেন তাস্নিম তুলি সপ্তম শ্রেণি রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ইসরাত হাসান অষ্টম শ্রেণি আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় গ্রুপ খ প্রথম হয়েছেন মালিহা তাবাসসুম নবম শ্রেণী আরভি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় সুমাইয়া তাবাসসুম তুবা দশম শ্রেণীর রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় নুবতাশিম ফুয়াদ দশম শ্রেণি নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।