মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ইএসডিওর উদ্যোগে (২১ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় হাইস্কুল মাঠে উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীনের সভাপতিত্বে ইএসডিও কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম,সীমান্ত বসাক,ঘনশ্যাম,জাকির হোসেন।
এছাড়াও প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ বর্মন,ফরিদা ইয়াসমিন,একরামুল হক,আইয়ুব আলী,মোজাহার হোসেন, ইএসডিও জব প্লেসম্যান অফিসার নুর আলম আলোচনায় অংশ নেন।
এ উপজেলায় ইএসডিও কর্তৃক ৪০টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরন দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ইএসডিও প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।