সুজিত কুমার দত্ত , সালথা( ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের সালথায় রামকান্তপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন ও ইউপি সদস্য গণদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল সোবহান।আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় রামকান্তপুর ইউনিয়ন পরিষদে এ ফুলেল বরন অনুষ্ঠিত হয় । এই সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, ইউপি সচিব আব্দুল সোবহান, উদ্যোগক্তা বাচ্চু মিয়া।

 

নবনির্বাচিত সদস্য মোঃ নাছির তালুকদার, মোঃ জিয়াউর রহমান, আঃ মান্নান মোল্লা, মোঃ সৈয়দ আলী মাতুব্বর, মোঃ মোজাম্মেল শরীফ, মোঃ ইদ্রিস আলী, মোঃ আবুল কাশেম মাতুব্বর, মোঃ মনজুরুল ইসলাম প্রমূখ।

 

নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ডাঃ রাবেয়া বেগম, মোসাঃ সোহানা আক্তার, শিল্পী আক্তার।

এ ছাড়াও গ্রাম পুলিশের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।