আকাশ রহমান,স্টাফ রিপোর্টারঃ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাদাত হোসেনের (৭৫) (সাবেক পুলিশ সদস্য) দাফন করা হয়েছে।
১৩ (নভেম্বর) শনিবার সকাল ১০টার দিকে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনকে গার্ড অব অনার দেওয়া হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত কুমার, ঠাকুরগাঁও সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ গ্রামের সব শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে রাজাগাঁও ইউনিয়ন পরিষদের উত্তর বঠিনা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে শুক্রবার দুপুরে বার্ধক্যজনিত কারণে শাহাদাত হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর বঠিনা গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।