নাটোরের লালপুর-বাগাতিপাড়া উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে নাটোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক (ডিসি)শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। উল্লেখ্য যে, বরিবার (২৮ নভেম্বর)নাটোরের লালপুর-বাগাতিপাড়ার ১৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ হওয়ায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নিরপেক্ষ ফলাফল ঘোষণায় খুশি তারা।
বহুদিন পর মানুষ এমন সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে দেখলো নাটোর বাসী। লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের কবির হোসেন জানান,আমরা খুব খুশি এমন ভালো ভোট হবার জন্য।ডিসি এসপি যে কথা বলেছিলো প্রথম তা বিশ্বাস করতে পারিনি কিন্তু ভোটের পর আমাদের ধারণা পাল্টে গেছে বলেও জানিয়েছেন তিনি।
বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বৃদ্ধ কুদ্দুস মিয়া জানান,ভোটের উপর বিশ্বাস উঠ্যাই গেছিলো। কিন্তু এতো সুন্দর পরিবেশের ভোট দেশ স্বাধীনের পর আর দেখিনি। প্রশাসন ইচ্ছে করলে পারে তা আবারও প্রমাণ করলেন। এসপি-ডিসি ভালো ভুমিকা নেওয়ার জন্য এমন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তাদের ধন্যবাদ জানান তিনি। বরিবার (২৮ নভেম্বর)লালপুর এবং বাগাতিপাড়া উপজেলার ১৫টি ইউনিয়নে নৌকা ৫টি, আওয়ামী লীগ বিদ্রোহী ৬টি এবং বিএনপি (স্বতন্ত্র) ৪টিতে বিজয়ী হয়েছে। বাগাতিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে দুটি নৌকা, দুটি বিএনপি এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।