ঠাকুরগাঁওয়ের লিচু গাছে আমটি ছিঁড়ে ফেলার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে:-

 

ঠাকুরগাঁও লিচু গাছে হওয়া আমটি ছিঁড়ে ফেলায় কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছে ক্ষোভ প্রকাশ করেন গাছের মালিক আব্দুর রহমান (মুটকি)।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে কৃষি বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা গাছটি পরিদর্শনে গেলে এলাকায় যুবক আমটি ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি।

এসময় আব্দুর রহমান অভিযোগ করে বলেন,লিচুর কাছে আম ধরেছে এমন খবরে রংপুর-দিনাজপুর সহ বেশ কয়েক জায়গা থেকে ওই গাছটি পরিদর্শন আসে অনেকেই। এরই মধ্যে স্থানীয় ওয়ার্ড সদস্য সিকিমের আত্মীয়রাও আসে। আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ওয়ার্ড সদস্যের আত্মীয় এক শিশু আঘাতপ্রাপ্ত হয়। খবর শুনে সেদিন থেকেই সিকিম হুমকি দিচ্ছে আমটি ছিঁড়ে ফেলবেন ।তিনি পরিকল্পিতভাবে পাড়ার যুবক দিয়ে এই আমটি ছিয়েছেন।

এদিকে ওই ওয়ার্ড সদস্য সিকিম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি রাগের মাথায় আমটি ছিঁড়ে ফেলার কথা বলছিলাম কিন্তু সত্যিই এমন ঘটনা ঘটবে আশা করিনি। আমিও হতবাক হয়েছি।

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন জানান এ বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে কৃষি বিভাগ ঢাকা থেকে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। এ সময় আমরা গিয়ে জানতে পারি আমটি ছিঁড়ে ফেলা হয়েছে। গাছের মালিক ক্ষোভ প্রকাশ করেছেন ।

কেন লিচু গাছে আম ধরেছে বিষয়টি কৃষি বিভাগের কর্মকর্তা খতিয়ে দেখছেন।