লোহগড়ার পুলিশ প্রশাসন, ইউএনও, এসিল্যান্ড ভিসি, এসপি,এএসপি, ডিবি ডিএসবি, সহ লোহাগড়ায় কঠোর থেকে কঠোর লকডাউন পালনে নিরলস ভাবে ভূমিকায় অগ্রভাগে কাজ করে যাচ্ছেন।

লোহাগড়ায় সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত শুধুমাত্র কাঁচাবাজার খোলা ছিল। ওষুধের দোকান খোলা। যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ থাকা সত্বেও কিছু কিছু ছোট যানবাহন চলাচল করলেও পুলিশ প্রশাসন তা বন্ধ করে দেয়। জেলা প্রশাসক লোহাগড়ার পথচারী ও অসহায় ব্যক্তিদের মাঝে খাবার ও মাক্স বিতরণ করেন ।

মুদি দোকান চা দোকান ও অন্যান্য দোকান পাট সম্পূর্ণ বন্ধ। উক্ত লকডাউন গত ২০ জুন ২০২১তারিখ রাত ১২টা থেকে ২৭ জুন ২০২১ তারিখ রাত ১২ টা পর্যন্ত বলবৎ থাকবে। নড়াইলের জেলা প্রশাসক মহাদয় হাবিবুর রহমান বলেন লোহাগড়ায় কঠোর থেকে কঠোর লকডাউন পালনে লোহাগড়া থানা পুলিশ কে সার্বিক ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেন।

লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শেখ আবু হেনা মিলন, জেলা প্রশাসক মহাদয়ের নির্দেশ ক্রমে উক্ত লকডাউন পালনে যথাযথ ব্যবস্থা নিতে বদ্ধ পরিকর বলে জানান।