মনির খান, ষ্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়ার কোলা গ্ৰামের একটি হিন্দু সম্প্রদায় পরিবার রাজিব কুমার দাস ও তার স্ত্রী নির্মম ভাবে নির্যাতনের স্বীকার হন। অতঃপর ৯৯৯ এ ফোন করে পুলিশের নিরাপত্তায় রাজিব কুমার দাস ও তার স্ত্রী উদ্ধার হয়ে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসায় আছেন বলে জানা যায়।
রাজিব কুমার দাস বলেন আমরা সংখ্যালঘু পরিবার, অনেক দিন ধরে মাহাবুর শেখ, টুকু শেখ,মাহাবুর শেখ এর স্ত্রী লিপি বেগম মিলে আমার ও আমার স্ত্রীর উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করেছে। ইসু: উভয় পক্ষের ছোট ২/৩ বছরের শিশু বাচ্চাদের তাল শাস খাওয়া কে কেন্দ্র করে। রাজিব কুমার দাস বলেন এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাহাবুর শেখের নির্যাতনের স্বীকার আমরা।
সংখ্যালঘু রাজিব কুমার দাস আরো বলেন আমার স্ত্রীর পুজা ঘরে প্রবেশ করে চর, লাথী, মেরে গুরুতর আহত করেছে মাহাবুর শেখ, টুকু শেখ,ও মাহাবুর শেখের স্ত্রী লিপি বেগম।
উক্ত বিষয় টি নিয়ে গত ১২ নভেম্বর ২০২১ তারিখ রাজিব কুমার দাস বাদী হয়ে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। রাজিব কুমার দাস তার ফ্যামেলীর উপর হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে বিচার দাবি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।