নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান এর উপর জীবননাশের হুমকির অভিযোগ পাওয়া যায়। একই গ্রামের মৃত্যু ইব্রাহিম শেখ এর ছেলে তুষার শেখ ঐ বীর মুক্তিযোদ্ধা কে জীবন নাশের হুমকি দিয়েছে। বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান বলেন আমি হুমকির মুখে আছি।
○বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান আরো বলেন আমার জমি জমা অবদার রাস্তা নির্মাণের জন্য সরকার একোয়ার করে নিয়েছে । রাস্তার পাশে যে জায়গাগুলি পড়ে আছে সেই জায়গাগুলি শুধু মাত্র যাদের কাছে থেকে সরকার একোয়ার করে নিয়েছে মূলত: তারাই উক্ত জমি জমা ভোগ দখল করে আসছে।
বীর মুক্তিযোদ্ধার ভোগদখল কৃত জমিজমা তুষার শেখ জোর জুলুম করে জীবননাশের হুমকি দিয়ে জোর করে মাটি কেটে নিয়েছে। বীর মুক্তিযোদ্ধা আরো বলেন আমি তুষার শেখ কে মাটি কেটে নিতে নিষেধ করলে আমাকে অকথ্য ভাষায়, গালিগালাজ সহ জীবননাশের হুমকি দেয়।
আমি এক জন বীর মুক্তিযোদ্ধা হয়েও আমার কোন নিরাপত্তা নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জীবনের নিরাপত্তা চাই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।