মনির খান, নড়াইল ব্যুরো চীফঃ
নড়াইলের লোহাগড়ার আড়িয়ালা গ্রামের আতাহের শরীফের স্ত্রী মোসাম্মৎ শিবলী বেগম( ৫০) চাচই কেয়ারের রাস্তায় কাঠের পুল নামক স্থানের রোডের পাশে বসে পাঠ বাছাইকালে ঘাতক মোটরসাইকেল ও বালুবাহী গাড়ি সংঘর্ষ এড়াতে, একজন পাট বাছায়রত মহিলার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় মরহুমের স্বামী আতাহের শরীফের সাথে কথা হলে তিনি বলেন আমার স্ত্রী দুর্ঘটনায় মারা গেছে, আমি বা আমরা কেহ কারোর নামে মামলা মোকদ্দমা দিবোনা, আমার স্ত্রীর মরদেহ নিয়ে গিয়ে যাহাতে সৎকার টুকু করতে পারি সেই ব্যবস্থা টা করার লক্ষ্যে প্রশাসন ও জনসাধারণের কাছে জোর দাবি জানান।
অবশেষে জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন ও মরহুমের এলাকার কিছু লোক উপস্থিত থেকে মরহুমের পক্ষ বালুবাহী গাড়ি ও মটর সাইকেল পক্ষদের ম্যানেজ করে ময়না তদন্ত ও মামলা ছাড়া লাশটি মরহুমের পরিবার থানা থেকে নিয়ে যায়। অনেকে মন্তব্য করে বলেন এমন ভাবে যদি ঘাতক মটর সাইকেল ও বালুবাহী গাড়ির চালকদের ছেড়ে দেয়া হয়, তাহলে যানবাহন দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাবে, ওভার স্পিড গাড়ি চালানো মূলত দুর্ঘটনার মূল কারণ।
আজকের দুর্ঘটনাটির মুল কারন ওভার স্পিডে গাড়ি চালানো, এটাও উক্ত এলাকার লোকজন মন্তব্য করে বলেন, নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকেই বলেন আজকের যে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনায় মৃত্যু ঘটেছে ,এটা মীমাংসা করার পিছনে কিছু কিছু অসাধুদের হাত রহিয়াছে বলে জানা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।