মনির খান স্টাফ রিপোর্টার:লোহাগড়ার নওয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসি সোহেলের স্ত্রী, চন্ডিবরপুর ইউনিয়নের শিমানন্দ পুর গ্রামের মিটু মোল্লার মেয়ে জেরিন (১৮) লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের ইকবাল হোসেনের বাড়িতে ভাড়া হিসাবে বসবাস করেন এবং আজ ১৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় জেরিন তার স্বয়ং কক্ষের ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে । উক্ত ঘটনা জেরিনের ভাড়া বাড়ির লোকজনের মাধ্যমে জানা যায়।
ওই বাড়ির লোকজন ও পুলিশ সূত্রে জানা যায় জেরিন লক্ষিপাশা গোপিনাথপুর গ্রামের ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেন (সেনাবাহিনী) এর বাড়ির ২য় তলায় ভাড়াটিয়া বাসায় ৬ মাষ পূর্বে থেকে বসবাস করে আসছে।
জানাযায় জেরিনের স্বামী মালয়েশিয়া থাকেন। জেরিনের বাবার বাড়ির লোকজনদের সাথে জেরিনের পারিবারিক ভাবে ঝামেলা চলে আসছে।
আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন, এবং মরহুম জেরিনের সুরতহাল শেষ করে ময়না তদন্তের জন্য নড়াইলে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।