মনির খান, লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের খোকন শেখের ছেলে লোহাগড়া উপজেলা যুবলীগ নেতা মোঃপলাশ মাহমুদ(৩২) কে ২৫ অক্টোবর ২০২১ তারিখ রাত ২১০০ ঘটিকার সময় একদল স্বয়ংক্রিয় সন্ত্রাস বাহিনী তাকে নিশংস ভাবে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে লোহাগড়ার উপজেলার চর মল্লিকপুর পশ্চিম পাড়া ইমরান শেখ এর দোকানের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায় সন্ত্রাসী বাহিনীগন মোঃ পলাশ মাহমুদ কে হত্যা করে পালিয়ে যায়। এবং ক্ষতবিক্ষত মানুষ টি ওই দোকানের সামনে ২০/২৫ মিনিট পড়ে ছিল বলে জানা যায়। পলাশ মাহামুদের বাম কানসহ মাথার সাইড ও দুই পা কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিশেষ সূত্রে জানা যায় নিহত পলাশ মাহমুদ তার এক সঙ্গীসহ কোন এক বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ির উদ্দ্যেশে ফেরার পথে পথিমধ্যে ইমরান শেখ এর দোকানের সামনে আসা মাত্র মুখোশধারী একদল দুর্বৃত্তদের কবলে পড়ে যায়, এবং তাকে অতকির্ত ভাবে আক্রমন করে তার মৃত্য নিশ্চিত করে পালিয়ে যায়।

অপরসঙ্গী দৌড়িয়ে পালিয়ে গিয়ে রক্ষা পেলেও দুর্বৃত্তরা পলাশ মাহমুদ কে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্হানে কুপিয়া রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়| নিহত পলাশ মাহমুদের মা ও বাবা কান্নাবিজড়িত কণ্ঠে বলেন কিছুদিন পূর্বে শরিফুল আমাদের বাড়িতে এসে তার মাজা থেকে পিস্তল বের করে গুলি লোড করে আমাদের বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে।

 

সাবেক ছাত্র নেতা রাশেদ হাসান, সাইদুল আরো অনেকে এই হত্যার মেইন হুতা বলে জানান। পলাশ মাহমুদ কে স্হানীয় লোকজনের সহযোগীতায় লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পলাশ মাহমুদ কে নিঃসংশ ভাবে হত্যা কারীদের ও এই হত্যার পরিকল্পনাকারীদের অতি বিলম্বে গ্রেফতারের ও তাদের ফাঁসির দাবিতে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।