মনির খান, স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া উপজেলার চোরখালী গ্রামের মৃত্যু মাজেদ মোল্লার ছেলে মোঃ আজিজার মোল্লা (৬০) লোহাগড়া উপজেলার চর আড়িয়ারা গ্রামের শালপত বেটা রিয়াজ থেকে ১লক্ষ টাকা নিয়ে তার নীজ বাড়ি চোরখালী গ্রামে আসে, এবং নিজের ঘরে বসে টাকা গুলো গণনা করে ২৭০০ শত টাকা একজন কে দেয়, বাকি ৯৭ হাজার ৩ শত টাকা ঘরে বসে আবার গননা করা অবস্থায়, ঘরের বাহির থেকে আজিজার মোল্লা কে বাহিরে আসতে বলে।

 

যাহারা আজিজার মোল্লা কে ঘর থেকে বাহিরে আসতে বলে তাহারা হলেন চোরখালী গ্রামের ১/ কাশেম শেখের ছেলে কামরুল ২/হাকিম শেখের ছেলে শফি ৩/ইদ্রিস শেখের ছেলে শরীফুল, আজিজার মোল্লা কে ডাক দিয়ে বাহিরে আসতে বলে, আজিজার মোল্লা টাকা গুলো পকেটে রেখে ঘরের মধ্যে বসে থাকে, তখন প্রতিবেশী ওই ৩ জন ঘরের মধ্যে ঢুকে একজন আজিজার মোল্লার বাম পায়ে লোহার রড দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয় এবং পকেটে থাকা টাকা গুলো বাকি ২ জনে নিয়ে নেয়।

 

বর্তমান আজিজার মোল্লা লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। আজিজার মোল্লা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। আজিজার মোল্লা প্রশাসনের কাছে এর টাকা ফেরত সহ বিচারের দাবী জানান।