নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাকা গ্রামের বিএনপি ওয়ার্ড সাধারণ সম্পাদক আকতার মোল্যা ও তার ৫/ সহযোগী ডিবি পুলিশের হাতে আটক।

রবিবার ১৭ অক্টোবর রাত ৩.টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকশ টিম অফিসার ইন চার্জ শেখ আবু হেনা মিলন এর নেতৃত্ব অভিযান চালিয়ে শারোল গ্রাম থেকে তাদেরকে আটক করে।

আটকৃতরা হলেন বাকা গ্রামের নবীর হোসেন মোল্যার ছেলে ১/ আকতার মোল্যা (৫৬), ২/জামাল মোল্যা (৪০), ৩/ সোহেল মোল্যা ( ৩৫) ৪/ শরিফুল মোল্যা ও ৫/ হাসনাত মোল্যা,

গত ১৬ অক্টোবর রবিবার রাত আনুমানিক ৮টার সময় বাকা গ্রামের লোহাগড়া আওয়ামীলীগ নেতা মেম্বার জিরু কাজি নিজ গ্রামে শান্তি স্হাপনের লক্ষ্যে লোকজন নিয়ে মিটিং করছিলেন।

ইতিমধ্যে আকতার মোল্যার সাথে কথা কাটাকাটি হলে সে তার সন্ত্রাসী বাহিনী
নিয়ে হামলা করে ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত এলাকা ত্যাগ করে।

 

গুরুতর আহত আব্দুল্লাহ বর্তমানে ঢাকা পংগু হাসপাতালে ভর্তি আছেন।

অন্যরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

এই ঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন, ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং বলেন হামলায় জড়িত থাকায়,আক্তার মোল্লা গ্রুফের ৫ জন,এবং জিরু মেম্বারের গ্রুফের ৪ জন মোট দুই গ্রুপের ৯ জন কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসময় তিনি আরও বলেন এলাকায় পুলিশ মোতায়েন আছে যাতে করে আর কোনো মারামারি কুপাকুপি না হয়।