লোহাগড়ার গোগীনাথপুর ৬নং ওয়ার্ডের বাসিন্দা ঝর্না বেগম সাংবাদিক দের ডেকে বলেন এই যে, আমাদের জমি গোপিনাথপুর ৬নং ওয়ার্ডের দাগ নং ৮১৭ সি এস খতিয়ান নং ৩১৮ এস এ খতিয়ান নং ২৬৯ । সিএস নং ৭২৪,৭২৬,৭২৫,৮০৯,৮১২,৮২১,
- ছদন শেখ ও মানিক শেখ উভয় পিং মেহের শেখ, উজালা বিবি জজে মেহের শেখ। সাং গোপীনাথ পুর, ডাক: লক্ষীপাশা, থানা: লোহাগড়া, জেলা: নড়াইল।
- গোপীনাথ পুর ৬ নং ওয়ার্ডের ২৬ শে রেকর্ড মূলে ও দাগ নং ৮১৭ খতিয়ান নং ৩১৮ মোট জমির পরিমাণ ৫৩ শতাংশ।
- উল্লেখিত জমির মুল মালিক ১নং ছদন শেখ ২নং মানিক শেখ ও বোন ১ জন।
ওয়ারিশ গন * ছদন শেখ এর ওয়ারিশ মোঃ আলাউদ্দিন শেখ।
- আলাউদ্দিন শেখ এর ওয়ারিশ: আতিয়ার শেখ, মতিয়ার শেখ, ইলিয়াস শেখ,মেয়ে ঝর্না বেগম।
- ২নং মানিক শেখ এর ওয়ারিশ: রতন শেখ, কাঞ্চন শেখ।
- ১নং রতন শেখ এর ওয়ারিশ:। খদেজা বেগম,জামেলা বেগম ,দুদিলা বেগম ,আবজিনা বেগম ।
২নং কাঞ্চন শেখ এর ওয়ারিশ:. আবু তালেব,ও আছিয়া বেগম।
উপরে উল্লেখিত জমি জমা থেকে বঞ্চিত করেছে যাদের তাদের নাম নিন্মে প্রকাশ করা হলো।
- আলাউদ্দিন শেখ, জোহরা বেগম, জজে আলাউদ্দিন শেখ । এর ওয়ারিশগন:
- * আতিয়ার শেখ * মতিয়ার শেখ * ইলিয়াস শেখ * এবং ঝর্না বেগম।
মুলত: এই ৫ জন কে জমি জমা থেকে বঞ্চিত করেছে একটি কুচক্রী অপশক্তি মহল। বঞ্চিত এই ৫ জনের ৫ জন ই বাদী হয়ে নড়াইল দেওয়ানি কোর্টে মামলা দায়ের করেন, মামলা নং ৩৮
- উক্ত মামলাটি দায়ের করার পূর্বে গোপীনাথপুর ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন ভূইয়ার নিকট মেহের শেখ ও ছদন শেখ এর ওয়ারেশ কায়েম সার্টিফিকেট আনার জন্য শরণাপন্ন হন ঝর্না, বেগম ও ইলিয়াস শেখ এর স্ত্রী।
উক্ত কাউন্সিলর প্রশ্ন করেন ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়ে কি করবা? আমি তো ওনাদের চিনি না। অবশেষে চেনার চেষ্টা ও করলেন না। ওয়ারেশ কায়েম সার্টিফিকেট ছাড়াই ঝর্না বেগম ও ইলিয়াস শেখ এর স্ত্রী ফেরত আসলেন বলে জানাযায়। উক্ত মামলাটি চলমান অবস্থায় বিবাদী:খোদেজা বেগম ও তার স্বামী ছানছার সরদার ওই জমিতে ঘর তোলার জন্য ইট আনা শুরু করে। তখন বাদী: ঝর্না বেগম নড়াইল কোর্টে ১৪৪ ধারায় অভিযোগ দায়ের করেন।
- খোদেজা বেগম এর স্বামী ছানছার সরদার ১৪৪ ধারার কাগজ পেয়ে ঝর্না বেগম এর স্বামী হাবিবার রহমান ( বাকের) কে বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করেন বলে জানা যায়।
এই জমির কিছু অংশ বিক্রি করেন আলাউদ্দিন শেখ এর ওয়ারিশ ।দাতা:আতিয়ার শেখ (মান্দার) গ্রহীতা বীর মুক্তিযোদ্ধা মোঃ বাদশা শেখ গ্রাম:গোপিনাথপুর ডাক: লক্ষীপাশা, থানা: লোহাগড়া, জেলা: নড়াইল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।