মোঃআজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইলের লোহাগড়ার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে ঘিরে প্রচার প্রচারণার মধ্যে ৬নং জয়পুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলাম সুমন এর গোবিন্দপুর গ্রামের নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা যায়,১০ডিসেম্বর শুক্রবার বিকাল আনুমানিক ৩টার সময় লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নৌকা প্রতীকের অফিস ভাঙচুর করেছেন,
স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন ফকিরের আনারস প্রতীকের সমর্থনকারীরা এমনটি অভিযোগ উঠেছে। এসময় খবর পেয়ে সরেজমিনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলাম সুমন ঘটনাস্থলে যায়,এবং লোহাগড়া থানা পুলিশ কে ঘটনাটি জানান, এবিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের আক্তার হোসেন ফকিরের সাথে কথা হলে তিনি বলেন,আমার কোনো লোকজন এই ঘটনা ঘটায় নাই,তারা নিজেরা এগুলো করে আমার উপর দোষ চাপাচ্ছে।
খবর পেয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন, ঘটনাস্থল পরিদর্শন করেন,এবং বলেন যে-ই এই ধরনের ঘটনা ঘটাক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই অফিস ভাংচুরের ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।