মোঃআজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রী কলেজের ছাত্রদের উপরে বহিরাগত হামলার ঘটনা ঘটেছে। আহত লোহাগড়া উপজেলা ছাত্রলীগ কর্মী সজীব শেখ, জানান, ২৯/৯/২০২১ তারিখ:বুধবার সকাল আনুমানিক ১০টার সময় সে কলেজে যায়,

ওই সময় পুর্ব থেকে উৎপেতে থাকা বহিরাগত হাসান ও পিকুলের নেতৃত্বে সজীব মোল্লা, লেলিন,সাহারিয়ান,জিহাদ,সিয়াম,সম্রাট, সাদ্দাম, সহ আরো ৪/৫ জন মিলে কলেজে থাকে,এসময় সজীব শেখ, রমজান,সোহাগ,কামাল,রানা,ও ছিজান,কলেজের ভিতরে ঢুকতে গেলে হাসান,ও পিকুল তাদের উপর ক্ষিপ্ত হয়ে কলেজ থেকে বের হয়ে যেতে বলেন,তখন তারা কলেজের বাহিরে আসলে হাসান,ও পিকুলের নির্দেশে

সজীব শেখ,সহ তার সাথে থাকা বন্ধুদের উপরে অতরর্কিত হামলা চালায়,এসময় সজীব শেখ,সহ কয়েজ জন আহত হয়,তারা দিঘলিয়া বাজার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে যাই, সজীব এর মাথায় আঘাত থাকার কারণে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলাকারীদের ভিতরে ওই কলেজের ছাত্র লেলিন নামে একজন ছিলেন।

আহত সজীব আরো বলেন আমি ওই কলেজের ছাত্র হয়ে বহিরাগত লোকের হামলার শিকার হয়েছি, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এই ঘটনার প্রতিপক্ষ লোকেদের সাথে যোগাযোগের চেষ্টা করলে পাওয়া যায় নাই। এই ঘটনায় লোহাগড়া উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক,মো:সজীব মুসল্লী আহত সজীব শেখ কে হাসপাতালে দেখতে

গিয়ে বলেন,দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রী কলেজে ছাত্রলীগ সহ ছাত্রদের ওপর বহিরাগত হামলার তীব্র নিন্দা জানাই,এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। নবগঙ্গা কলেজের অধ্যক্ষ দিনেশ বাবু”র সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি সকালে ১১ টার দিকে কলেজে গিয়েছিলাম,

আমাকে কেউ কিছু জানাই নাই,পরে শুনেছি দিঘলিয়া বাজারেতে মারামারি হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হেনা মিলন বলেন মারামারি হয়েছে ফোনে জানতে পেরে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে,কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।