তাসনুবা ইসলাম মীম,বরগুনা আমতলী প্রতিনিধিঃ আমতলীতে শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করলো সুনাম দেবনাথ ব্লাড ফাউন্ডেশন অদ্য বিকাল ০৪/০১/২০২২ তারিখ বিকাল ৫ টায় ।
শতাধিক অসহায়-দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরন করেছেন । রক্তদাতা সংগঠন সুনাম দেবনাথ ব্লাড ফাউন্ডেশনের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়। আমতলীর বাধঘাট বিআরটিসি কাউন্টার সংলগ্ন এলাকায় কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং সংগঠনের সমন্বয়ক অলি আহমেদ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাবের সহযোগী সদস্য নাসরিন শিপু, শিউলী মালা আবদুর রহমান সালেহ। আরো উপস্থিত ছিলেন , সুনাম দেবনাথ ব্লাড ফাউন্ডেশনের সদস্য হিমেল আহমেদ, মেহেদী হাসান নীরব, আর এইচ শুভ, সাইদুল ইসলাম, নুসরাত জাহান ছবি, ফারজানা ইসলাম, তাসনুবা ইসলাম মিম, সৌরভ ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, বরগুনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ পহ্ম থেকে আমতলী ১০০ টি কম্বল বিতরন করা হয়েছে এই সংগঠনের প্রধান হিসেবে রক্ত সরবরাহ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকে। এরই অংশ হিসেবে আজ আমতলীতে কম্বল বিতরণের কর্মূচি গ্রহণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।