প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা, ফরিদপুর প্রতিনিধি:আজ২/১০/২০২১ তারিখ ১১:০০ ঘটিকার সময় নগরকান্দা থানা কনফারেন্স রুমে অপেন হাউজ ডে ও নগরকান্দা থানা এলাকার সকল পূজামণ্ডপের সভাপতি , সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নগরকান্দার সদস্যবৃন্দ নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ সুমিনুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুর । উক্ত অনুষ্ঠানেসভাপতিত্ব করেন জনাব মোঃ সেলিম রেজা, অফিসার ইনচার্জ, নগরকান্দা থানা, ফরিদপুর।
প্রধান বক্তব্য সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা, সার্কেল, ফরিদপুর, মোঃ সুমিনুর রহমান তিনি তার বক্তব্যে বলেন নগরকান্দা থানাদিন সকল পূজামণ্ডপ কে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন ।প্রতিবারের মতো এবছরও সুন্দর এবং সুষ্ঠভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে বলে তিনি বিশ্বাস করেন।আজ সবার হাতে হাতে ডিজিটাল ডিভাইস এবং মোবাইল থাকেন অতএব সবাইকে সুন্দরভাবে ও কোথাও কোনো অপ্রতিকার ঘটনা ঘটলে তাৎক্ষণিক ছবি তুলে ভিডিও ধারন করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
এবং সর্বশেষ সবাইকে অফিসার ইনচার্জ মোবাইল নাম্বার দিয়ে, দ্রুত তথ্য দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।