চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মনাকষা ইউনিয়নের একটি বিদ্যালয়ের সিমানার প্রাচীরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন। রফিকুল ইসলাম মনাকষার টোকনা মহল্লার আব্দুস সাত্তারের ছেলে। মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, রোববার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন রফিকুল ইসলাম। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রফিকুলের সন্ধানে তার পরিবার সকল আত্মীয়দের বাড়িতে খোঁজ খবর নেয়। কিন্তু রাতে তারা রফিকুলের সন্ধান পাননি।
আজ ভোরে স্থানীয়রা মনাকষা ইউনিয়নের আলহাজ্ব শফি আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পাশে রফিকুলের লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে জানায়। ওসি আরও জানান, পরিবারের লোক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুলের লাশ উদ্ধার করে। তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশটি চাঁপাইনাববগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।