শাকিল আহম্মেদ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা ব্লাড ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে সেচ্ছাসেবীদের মিলন মেলা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঘরোয়া কমিউনটি সেন্টারে এ মিলন মেলার আয়োজন করা হয়। শীতলক্ষ্যা ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা শরীফ ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেজেটভুক্ত সমাজ সেবক লায়ন মোজাম্মেল হক ভুইয়া, কলামিস্ট ও গবেষক রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, নজরুল ইসলাম, মন্জুর হোসেন, শীতলক্ষ্যা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক নয়ন দাশ
সভাপতি জোনায়েদ আলম, জীবনতরী রক্তদান ও সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মাহবুব, একতা ব্লাড ও সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা মহসিন ইসলাম, শীতলক্ষ্যা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিপ্লব হাসান, নোয়াপাড়া ব্লাড ও যুবসমাজ কল্যান সংস্থার সভাপতি সারোয়ার আহমেদ, বিশেষ চাহিদা সম্পন্ন সংগঠনের রূপগঞ্জ উপজেলার সভাপতি সোহেল রানা,রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুলা আল মামুনসহ মোট ৪২ সংগঠনের সদস্যবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।